একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি

 

অফিস রিপোর্টার।।

সাবেক বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শনিবার বিকেলে নগরীর মর্ডান কমিউনিটি সেন্টারে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা শফিক সিকদার,মহানগর মহিলালীগ সভাপতি সাইফুন্নাহার মিতা,সাধারণ সম্পাদক আইরিন আহমেদসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ নেতা নির্মল পাল,লুৎফুল বারী চৌধুরী হিরু ও রপম মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপর দিকে হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিকেলে নগরীর কান্দিরপাড়ে টাউন হল গেইটে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিমের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।