এশিয়া কাপ নিয়ে চলছে নানা গুঞ্জন

নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে চলছে নানা গুঞ্জন। শোনা গিয়েছিল, আইপিএলের জন্য এশিয়া কাপ চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বাতিল হতে পারে এবারের আসরটি। তবে আয়োজক পাকিস্তান উড়িয়ে দিলো এমন তথ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী জোর দিয়েই বলেছেন, শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে যেখানেই হোক, এশিয়া কাপ হবে। ওয়াসিম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এশিয়া কাপ যথারীতি অনুষ্ঠিত হবে। পাকিস্তান ইংল্যান্ড সফর শেষে ফিরবে ২সেপ্টেম্বর। সে হিসেবে আমরা সেপ্টেম্বর অথবা অক্টোবরেই তা আয়োজন করতে পারি।’
ভেন্যু নিয়ে কিছুট জটিলতা যে রয়েছে, তা স্বীকার করলেন ওয়াসিম খান। শ্রীলঙ্কা যে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে তা স্বীকার করেছেন পিসিবির এই প্রধান নির্বাহী। তবে বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো দ্রুতই পরিষ্কার হয়ে যাবে, ‘কিছু বিষয় আছে, যেগুলো হয়তো দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী কারণ, শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ সেভাবে হয়নি। তবে তারা যদি করতে না পারে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত তো আছেই।’
খান বলেছেন শ্রীলঙ্কাকে আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে শর্ত ছিল। এবার শ্রীলঙ্কা আয়োজন করলে, এর বদলে পরের আসরটি পাকিস্তানকে আয়োজন করতে দিতে হবে।
করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও এক প্রকার সংশয় রয়ে গেছে। শেষ পর্যন্ত বৈশ্বিক টুর্নামেন্টটি না হলে সেই সময়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলার পরিকল্পনা পিসিবির। এছাড়া সুযোগ পেলে নভেম্বরেই পাকিস্তান সুপার লিগের স্থগিত থাকা ৫টি ম্যাচ শেষ করতে চায় তারা।