এ পথেই শান্তি– গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

আমি সামনে-ই চলতে চাই
কে আমাকে পিছনে টানে?
সামনে চলাই সুখ
প্রিয় নবী হযরত
তিনি চলে সামনের পথে
পিছনের পথে ডাকে শয়তান।
কে তুমি পিছনের পথে ডাক বারবার
ওই পথ জাহান্নামের।
সামনের পথে চল-
যে পথে প্রিয় নবী (সা:) চলতেন;
নবীর দেখানো পথেই মুক্তি
এ পথেই কল্যাণ
এ পথেই শান্তি অবধারিত।