কাউন্সিলরের মামলা প্রত্যাহারের দাবি স্ত্রীর

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জনিয়েছেন স্ত্রী ডা. আমেনা খাতুন। তিনি অভিযোগ করেছেন, তার স্বামীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। মঙ্গলবার নগরীর বিঞ্চুপুর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় আরো বক্তব্য রাখেন কাজী গোলাম কিবরিয়ার মা সেনেয়ারা বেগম।

ডা. আমেনা খাতুন বলেন, নিহত যুবক মোঃ ইয়াছিন হোসেন রবিকে আমার স্বামী কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া কোন দিন স্বচোক্ষে দেখেননি। নিহত যুবকের সাথে অথবা তার পরিবার এর সাথে আমার স্বামীর কোন রকম আত্মীয়তা অথবা শত্রুতা ছিলো না। নিহত ব্যক্তি কাউন্সিরর গোলাম কিবরিয়ার এলাকার বাসিন্দাও নন। মামলার এজহার এর মাধ্যমে জানতে পারি নিহত যুবকের বাড়ি টিক্কাচর পূর্ণিমা বাড়ি। যেটা কাজী গোলাম কিবরিয়ার বাড়ি থেকে আনুমানিক ৪/৫ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার সময়ে গোলাম কিবরিয়া নির্বাচনি প্রচার প্রচারণায় ব্যস্ত ছিলেন। প্রতিপক্ষ সিটি নির্বাচনে পরাজিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাজী গোলাম কিবরিয়াকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানোর জন্য এই মামলায় কিবরিয়ার নাম অন্তর্ভূক্ত করেছেন। আমরাও হত্যাকারীর সুষ্ঠু বিচার চাই। তবে যেনো কোন নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসানো না হয়।