কুবিতে বৈশ্বিক সাপ্লাই চেইন বিষয়ে সেমিনার

প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব গ্লোবাল সাপ্লাই চেইন- হোয়াট টু টিচ এন্ড হোয়াট টু রিসার্চ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়া আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং, ইনফরমেশন সিস্টেমস এন্ড সাপ্লাই চেইন বিভাগের অধ্যাপক শামস রহমান।


প্রধান বক্তা বৈশ্বিক সাপ্লাই চেইন এবং এর পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন। পরবর্তীতে তিনি উপস্থিত শিক্ষকদের প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আজকের সেশনটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই সেশনের মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবো।’ এছাড়া এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা।