কুমিল্লার সেই স্কুলে গরমে ২০ শিক্ষার্থী অসুস্থ

প্রতিনিধি।
তীব্র গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার একই স্কুলের এক শিক্ষার্থী ক্লাসে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের নেয়ার পথে মারা যান। শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বুধবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা ছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ-আল হাসান জানান, একজন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়লে অন্যরাও ভয় এবং আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার এই স্কুলের শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণির হাবিবার মৃত্যু হয়। বাসা থেকে আনা তালের শাঁস ও রুটি খাওয়ার পর বমি করতে থাকে। অনেকেই ধারণা করেছেন হিট স্ট্রোকে হাবিবার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন- ময়নাতদন্তের পর হাবিবার মৃত্যুর কারণ জানা যাবে।