টিআরপি বাতিলের দাবি কুমিল্লার কর আইনজীবীদের

প্রতিনিধি।।
টিআরপি ( ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড) বাতিল ও আইটিপি ( ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার) নিয়োগ, আইনজীবীদের রাজস্ব ভবনে বসার দাবি, এনবিআর ভবনে পেশাদার কাজে প্রবেশে ভিজিটিং কার্ড বাতিল, এনবিআরের অবৈধ ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবি নিয়ে মানববন্ধন করেছে কর আইনজীবীরা। বুধবার ( ৭ জুন) কুমিল্লা কর কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কমিশনার শামিমা ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন আইনজীবীরা।
কুমিল্লা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইরফানুল হাসানের সঞ্চালনায় ও কুমিল্লা কর আইনজীবী সমিতির সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নোয়াখালী কর আইনজীবী সমিতির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফটন সাহা, ব্রাহ্মণবাড়িয়া কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা, সাধারণ সম্পাদক মহিতোষ রায়, লক্ষ্মীপুর কর আইনজীবী সমিতির সভাপতি মো. শাজাহান, চাঁদপুর কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। এসময় কর আইনজীবী সমিতি কুমিল্লা অঞ্চলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজস্ব ভবনের কিছু কর্মকর্তা আমাদের ঠকাতে চান। তাই তারা টিআরপি নিয়োগ করেছেন। একটা দালাল শ্রেণি তৈরি করে তারা আমাদের কাজকে বাধাগ্রস্ত করছেন। অবিলম্বে অবৈধ, অযোগ্যদের সরিয়ে আইটিপি নিয়োগ দিতে হবে। নইলে আমরা কঠোর আন্দোলনে যাব।