কুমিল্লায় দলের বর্ধিত সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন

আমোদ রিপোর্ট। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা ব্যবস্থা করায় এটি এখন মডেল। জাতি সংঘ এই পদ্ধতিকে শেখ হাসিনা ইনিশিয়েটিভ মডেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের রামঘাটস্থ দরীয় কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফ্লোরে প্রথম বর্ধিত সভায় দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সভায় সঞ্চালনা করেন মহানগর আওয়ামলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাত দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২১ মে রবিবার ধানম-ি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। আগামী ৮ জুন বৃহস্পতিবার টুঙ্গিপাড়া জাতির পিতার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এছাড়া তিন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব বন্টনসহ অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করতে বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয় । এছাড়াও মহানগর ছাত্রলীগের কমিটি খুব দ্রুত সময়ে করা হবে বলে জানানো হয়।

সভা শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
কেক কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাত,কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের সভাপতি কৃিষবিদ সমির চন্দ, এছাড়াও এমপির কন্যা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসনি বাহার সূচনা, নাইস পাওয়ার এন্ড আইটি সলিয়েশন লিমিটেড এর এমডি আয়মান বাহার সোনালী ও আজিজা বাহারসহ মহানগর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকমর্রিা উপস্থিত ছিলেন।