কুমিল্লায় দাঁড়িয়ে থাকা পাপিয়া বাসে আগুন 

আবদুল্লাহ আল মারুফ ।।
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে নগরীর নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এঘটনা ঘটে। এটি কুমিল্লায় বাসে আগুন দেয়ার দ্বিতীয় ঘটনা। এর দুদিন আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে রাস্তার পাশে পার্কিং করা ছিল পাপিয়া ট্রান্সপোর্ট নামের একটি বাস। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়।  ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিল্লাল হোসেন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনটি মোটরসাইকেল যোগে তিনজন আরোহী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যখন আমরা আগুন দেখে চিৎকার করলাম তখন মোটরসাইকেল গুলো শহরের দিকে চলে যায়। মোটরসাইকেল গুলোতে কারা ছিল তাদের চেনা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ বলেন,  বাসটি দাঁড়িয়ে ছিল। আগুন লাগার ১০ মিনিট পর খবর পেয়েছি। খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কেউ আহত বা নিহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ঢুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকার মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।