কুমিল্লার ঘটনায় ১৩ জন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাশকতার মামলায় ১৩ জনকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার এই রিমান্ডের আদেশ দেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম। তিনি বলেন, আমরা আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে রিমান্ড আবেদন করি। পরে বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ড দেন।
নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী দুর্গাপূজার মণ্ডপ সংশ্লিষ্টরাও বলছেন, মণ্ডপে কোরআন রাখা ইকবাল হোসেন ও ঘটনার দিন ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন ছাড়াও গত ১৩ অক্টোবর সকালে ওই পূজামণ্ডপে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন।
উল্লেখ্য- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা চলাকালে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের ওই পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার অভিযোগ উঠে। এনিয়ে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

inside post
আরো পড়ুন