কুমিল্লায় কাপড়ের রং দিয়ে মিষ্টি তৈরি!
আমোদ প্রতিনিধি
কাপড়ের রং দিয়ে মিষ্টি প্রস্তুতের অভিযোগে কুমিল্লায় কোয়ালিটি সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে গঠিত তদারকি টিম এ অভিযান পরিচালনা করা হয়। আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকার কোয়ালিটি সুইটস নামের একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় দেখা যায়, হাডওয়ারের দোকান থেকে কেনা কাপড়/দেওয়াল রং করার কাজে ব্যবহৃত রং দিয়ে লাড্ডু ও বুরিন্দা বানানো হচ্ছে। কারখানাটির ম্যানেজার জুয়েল তদারকি টিমের কাছে স্বীকার করেন যে, শহরের চকবাজারের হাডওয়ারের দোকান থেকে কম দামে এ রং কিনে তারা এ কাজ করেন। প্রতিষ্ঠানটির সত্তাধিকারী সোহেল আহমেদ ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মূচলেকা প্রদান করেন। সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন।