চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মা- ছেলের মৃত্যু

আমোদ প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক বছরের শিশুপুত্রসহ মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গুনবতী রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার উপজেলার গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মো.মানিক মজুমদারের স্ত্রী সুমি আক্তার (২৩) ও তাঁর এক বছর বয়সী শিশুপুত্র মাশরাত।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সুমি আক্তার সূর্য্য মজুমদার নামে তার আরেক ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে আসছিলো। গুনবতী রেল স্টেশন এলাকা পারাপারের সময় ঢাকা অভিমুখী গোধূলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সুমি আক্তার ও তার কোলে থাকা ১বছর বয়সী শিশু মাশরাত ঘটনাস্থলেই মারা যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম রেলওয়ে থানার ওসি মো.নাজিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনো এ ঘটনার বিস্তারিত জানতে পারিনি।
 
			