কুমিল্লায় বাসের সাথে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত , আহত ৭

কুমিল্লায় কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন বাস যাত্রী। শুক্রবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিলো। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ক ১৪-৭৯৯৪) বাসের সাথে নোয়াখালীমুখী (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৬০) কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  বাসটি পাশে ডোবায় পড়ে যায়। কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ করেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও ৭জন বাস যাত্রী আহত হয়েছেন।
লাকসাম হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ মাকসুদুল হাসান জানান, কাভার্ডভ্যান চালক মারা গেছেন। তার পরিচয় এখনও পাইনি। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।