কুমিল্লায় ৪০ জন করোনায় আক্রান্ত,সুস্থ ৬৭জন

 

আমোদ রিপোর্টার

কুমিল্লায় সোমবার ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন চার হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। জেলায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৭ জন। সর্বমোট সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮০ জন। এ পর্যন্ত জেলায় মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়,সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন- কুমিল্লা নগরীতে আটজন, নাঙ্গলকোটে ১৩জন,আদর্শ সদরে ছয়জন,বরুড়ায়,হোমনায় ও মেঘনায় একজন করে,চান্দিনায় চারজন, লাকসাম,মনোহরগঞ্জ ও লালমাইতে দুইজন করে। এদিকে কুমিল্লা নগরীতে ২৬জন,আদর্শ সদর ১০জন ও চান্দিনায় ৩১জনসহ এ দিন ৬৭জন সুস্থ হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৫৬৬টি। এর মধ্যে রিপোর্ট এসেছে ২৩ হাজার ৪১০টি।