কুমিল্লায় ৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

 

৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করল কুমিল্লা সিটি কর্পোরেশন। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের(কুসিক) অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বরাবরের ন্যায় এবারো দেশের শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল ,বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই আজ আমরা বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুসিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন বলে জানান।
কুসিকের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম।