কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ

 

কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা টাউন হল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন— কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জমির উদ্দিন খান জম্পি, সাবেক রোটারী গভর্ণর ও বিশিষ্ট শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান। অনুষ্ঠানের বক্তারা ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্য বলেন— নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক মো. ইমতিয়াজ মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, পুলিশ লাইন হাই স্কুলের সহকারী শিক্ষক দুলাল হোসেন। অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন জাকারিয়া সরকার, গীতা পাঠ করেন কেয়া রানী দাস ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান আল মাটি, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কানিজ ফাহমিদা তাসনিম। এসময় উপস্থিত ছিলেন— কলেজ পরিচালক হারুনুর রশিদ, প্রভাষক মো. হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, কলেজ হিসাবরক্ষক সোহেল রানাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন— প্রমীত রায়, সামিউল আহসান সিয়াম, রাইয়ান বিনতে জামান জেরিন, নৃত্যে অংশগ্রহণ করেন— স্নেহা সাহা, নিশা রানী দাস, নূর জাহান রুপা, জান্নাতুল ফেরদৌস, তাহমিনা, কেয়া রানী দাস প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।