কুমিল্লা নগরীতে এক ঘণ্টা অস্ত্রের মহড়া,গুলি

 

inside post

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে এক ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত থেমে থেমে অস্ত্রের মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর খলিফা বাড়িতে এ ঘটনা ঘটেছে। এঘটনার কয়েকটি ফুটেজ এ প্রতিনিধির হাতে এসেছে।

ফুটেজে দেখা যায়, শর্টগান, রামদা, ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে একদল দুর্বৃত্ত। তারা ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এসময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ইটপাটকেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান বলেন, বিকেল প্রায় সাড়ে তিনিটার দিকে আচমকা একদল অস্ত্রধারী এসে আমার কার্যালয়ের সামনে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। ডালিম ও কাউছারের নেতৃত্বে এ হামলা হয়। এসময় তারা আমার একটি বাড়ির গ্লাস ভেঙে দেয়। আমি তখন বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে প্রায় একঘণ্টার অস্ত্রের মহড়ার পর তারা পালিয়ে যায়। আমার এলাকায় এখনও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক আছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ওই কাউন্সিলরের সাথে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন