‘১৭৮টি দেশে কাজ করেন দেড় কোটি বাংলাদেশী’

প্রতিনিধি।।
বিশ্বের ১৭৮টি দেশে কাজ করেন দেড় কোটি বাংলাদেশী। এদিকে ২০১৫সাল থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ৫ লক্ষ প্রবাসী। তাদের মধ্যে ২লক্ষ প্রবাসী প্রশিক্ষণসহ াবাভন্ন প্রণোদনা পাচ্ছেন। বাকিদেরও প্রণোদনার আওতায় আনার জন্য কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সৌরেন্দ্র নাথ সাহা। ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েলেফেয়ার সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মোঃ আলী হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধি মো. আসাদুল ইসলাম।
জানা যায়, ওয়েলফেয়ার সেন্টারের রেইজ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলায় ৭৩০০ প্রত্যাগত প্রবাসী এখান থেকে সুবিধা নিতে রেজিস্ট্রেশন করেছেন। প্রত্যাগত প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতি ১৩৫০০ টাকা প্রণোদনা হিসেবে এ পর্যন্ত ১৮৪ জনকে প্রদান করা হয়েছে। সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে প্রত্যাগত প্রবাসী, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

inside post
আরো পড়ুন