কুমিল্লা নগরীতে কারাতে প্রতিযোগিতার উদ্বোধন
সিহান সাইফুল ইসলাম জানু প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার কুমিল্লা নগরীর জিমনেশিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া,কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব জামাল খন্দকার। এতে সভাপতিত্ব করেন, কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন হুদা।-প্রেস বিজ্ঞপ্তি।