কুমেক হাসপাতালে উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু

আমোদ রিপোর্টার

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ আরও ছয়জন গেছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কুমেক হাসপাতাল সূত্র জানায়, আইসোলেশন ও করোনা ওয়ার্ড এবং আইসিইউতে মারা যান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলী মিয়ার ছেলে আবদুল খালেদ (৬৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নুরুজ্জামানের মেয়ে আমেনা বেগম (৭৭), চাঁদপুর শাহারাস্তি উপজেলার আবদুল হাকিমের ছেলে আবদুল লতিফ (৮০), একই উপজেলার আলী আক্কাসের মেয়ে হোসনেয়ারা (৬০), ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি মৃত সাহিদুল হকের ছেলে মহিউদ্দিন (৫৫) এবং কুমিল্লার সন্দেশ পাড়া এলাকার মৃত জাবেদ আলীর মেয়ে রাইতার নেছা (৬৫)।

উল্লেখ্য, এপর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫০ জন।

অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৩০ জন, সুস্থ হয়েছেন তিন হাজার ৫০ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০ জন।