কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে তিনজনের মৃত্যু

 

inside post

আমোদ রিপোর্টার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দুই নারীসহ আরও তিনজন মারা গেছে। হাসপাতালের আইসিইউতে এক করোনা আক্রান্ত নারীসহ দুইজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ তথ্য জানান।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, শিল্পী বেগম (৪৬) নামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে মারা যান। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফরিদ উদ্দিনের মেয়ে।

 

এছাড়া উপসর্গ নিয়ে মারা যান, কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে বিলকিস বেগম (৬৫) এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল মজিদের ছেলে খোরশেদ আলম (৬৫)।
উল্লেখ্য, এ পর্যন্ত মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৯ জন।

আরো পড়ুন