কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স সেমিনার

 

কুমিল্লা আইডিয়াল কলেজে থেকে এইচএসসি পাসকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্যারিয়ার গাইডেন্স সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা টাউন হল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কলেজ সভাপতি শাহ মো. আলমগীর খান, বাংলাদেশ ইউনিভার্সিটি সিনিয়র এসিস্ট্যান্ট রেজিস্ট্রার মশিউর রহমান, সিলেটে লিডিং ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাহেদুর আলম খান।

অনুষ্ঠানের বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আধুনিক ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ফলে দ্রুত আধুনিক শিল্পের প্রসার ঘটছে। উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বোপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও কুমিল্লা আইডিয়াল কলেজের সাবেক ছাত্র মো. ইয়াছিন আহাম্মদ। এইচএসসি বিদায়ী শিক্ষার্থী হাসান আল মাটি, আব্দুল্লা আল মামুন, ফাবিয়া বিনতে ফারুক, তাসলিমা আক্তার ইভা। সাংস্কৃতিক পর্বে কুমিল্লা আইডিয়াল কলেজের সাংস্কৃতিক টিম রঙিন ঘুড়ির সভাপতি প্রমিত রায়, সাধারণ সম্পাদক স্নেহা সাহা নেতৃত্বে রঙিন ঘুড়ির সদস্যদের নাচ, গানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, মো. আদনান ছাত্তার মজুমদার, মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, মো. নাজমুল হোসাইন খান, মোহাম্মদ মনির হোসেন, জাবেদ হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিথুন মজুমদার, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জিসহ কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ।-প্রেস বিজ্ঞপ্তি।