‘ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে’–লিটন
আমোদ ডেস্ক।।
তামিম ইকবালের চোট লিটন কুমার দাসকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ করে দিয়েছে। হঠাৎ নেতৃত্ব পেয়ে লিটনও বেশ উচ্ছ্বসিত।
সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন তাই ধন্যবাদও দিলেন। তিনি বলেন ‘ধন্যবাদ বিসিবিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব রোমাঞ্চিত। একটা বড় সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো করার।’
লিটনের মতে ‘অনেক মজার ছিল। অনেক উত্থান-পতন ছিল।’ ‘আমি অনেক অনেক রোমাঞ্চিত। প্রত্যেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন থাকে। আর সবচেয়ে বড় স্বপ্ন দেশকে নেতৃত্ব দেওয়া।’
অধিনায়কত্বের দায়িত্বকে লিটন যেভাবে দেখছেন ‘একজন খেলোয়াড় হিসেবে সব সময় একটা দায়িত্ব তো থাকেই। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্ব থাকবে।’