গণহত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ

 প্রতিনিধি।।
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ নামে কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিক্ষোভ মিছিলটি কুমিল্লা নগরীর সালাহউদ্দিন মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে এসে মিলিত হয়। পূবালী চত্বরে বিক্ষোভ সমাবেশ করে শিবিরের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মোঃ হাছান আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর শিবিরের সাবেক সভাপতি এবং কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামারুজ্জান সোহেল,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিবিরের সভাপতি মনির হোসেন। সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অর্থ সম্পাদক কাজী আকিব আবদুল্লাহ,অফিস সম্পাদক মায়েন উদ্দিন,সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন জারিফ,শিক্ষা সম্পাদক আল আমিন সরকারসহ কুমিল্লা মহানগর শিবিরের কর্মীরা। সমাবেশে বক্তারা এক বছরেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানান।

inside post
আরো পড়ুন