পাশাকোট দারুচ্ছুন্নাহ মাদরাসায় শতভাগ পাশ

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে দাখিল পরীক্ষায় শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসা। চলতি বছর চৌদ্দগ্রাম উপজেলায় মাদ্রাসার ঘোষিত ফলাফলে বিপর্যয় হলেও দারুচ্ছুন্নাত মাদরাসা ৭টি জিপিএ-৫ সহ শতভাগ পাস করায় পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।

গত বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার প্রতিষ্ঠিত পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদরাসার ২০২৫ সেশনের দাখিল পরিক্ষায় ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

মাদ্রাসার এমন ফলাফলের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠাতা আলমগীর কবির মজুমদার বলেন, চৌদ্দগ্রাম উপজেলায় এবার এই ফলাফল বিপর্যয়ের মধ্যেও মহান আল্লাহর অশেষ রহমতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে আমাদের মাদরাসা। ধারাবাহিক ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণে। পাশাপাশি অভিভাবক ও এলাকাবাসীসহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতাও উল্লেখযোগ্য। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরো পড়ুন