চালককে হত্যার পর অটো রিকশা ছিনতাই, ২জনের যাবজ্জীবন

প্রতিনিধি।।
চালক সুমন মিয়াকে হত্যার পর অটো রিকশা ছিনতাইয়ের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে কুমিল্লার আদালত। সোমবার (১৭ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। সুমন মিয়া বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি মধ্যপাড়ার ইসমাইল মিয়ার ছেলে।
দ-প্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শরীফ মিয়া এবং একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুল কাদের জিলানী।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় ওই দুইজন চালক সুমন মিয়াকে নিয়ে বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার হতে কুমিল্লার বাঙ্গরা পুরাতন বাজার নতুন সড়কের পাশের খালের পাড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। লাশ কচুরিপানা ও বালি দিয়ে ঢেকে অটোরিকশাটি ছিনতাই করে। এ ঘটনায় মামলা দায়েরের পর রহস্য বেরিয়ে আসে। তিন বছর পর আদালত রায় দিয়েছে। সুমন হত্যা মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

inside post
আরো পড়ুন