তরুণদের উদ্যোগে আলোকিত যে গ্রাম


নদীর বাঁধ মেরামত লাইটিং কবরস্থান সংস্কার
মহিউদ্দিন মোল্লা ।।
চান্দপুর। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতীর পাড় ঘেঁষা একটি গ্রাম। সবুজ ছায়া ঢাকা গ্রামটি পাখির কলকাকলিতে মুখর। গ্রামে প্রবেশ করলে অন্য ১০টি থেকে এটিকে আলাদা মনে হবে। বিশেষ করে সন্ধ্যায় সড়ক বাতির আলোয় চারপাশ আলোকিত হয়ে থাকে। যেন কোন পৌর এলাকা। সড়কের পাশে লাগানো হয়েছে সুপারিসহ বিভিন্ন গাছ। নদীর বাঁধ মেরামতে নিজেদের উদ্যোগে বস্তা ফেলা হয়েছে। সড়ক ভেঙে গেলে নিজেরাই মেরামতে নেমে যাচ্ছেন। গ্রামের সাতটি কবরস্থান বিভিন্ন সময় পরিচ্ছন্ন ও মেরামত করছেন তরুণরা। এছাড়া বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড লাগানো হয়েছে। যা দেখে বাড়ি নাম জানা যাবে। অনেকটা গুলশান বারিধারার মতো চিত্র।

inside post


স্থানীয় সূত্র জানায়,চান্দপুর মানব কল্যাণ সংগঠন নাম দিয়ে তরুণরা গ্রামের উন্নয়নমূলক কাজ শুরু করেন। তাদের সদস্যদের অধিকাংশ তরুণ,সাথে আছেন বিভিন্ন পেশজীবী ও প্রবাসীরা। তারা চিকিৎসা ক্যাম্প,দরিদ দেও আর্থিক সহায়তা,খাদ্য সহায়তা দিয়ে থাকেন। সবাই চাঁদা দিয়ে এসব কাজ করেন। পরবর্তীতে আদর্শ সমাজ কল্যাণ সংগঠন নামে আরেকটি সংগঠনও কাজ শুরু করেন।
গ্রামের তরুণ কামরুল হাসান বলেন, অবসরে আমরা গ্রামের সড়ক মেরামত,কবরস্থান পরিচ্ছন্ন,বাঁধ সংস্কার করে থাকি। এদিকে ৩৫টি সড়ক বাতি লাগানো হয়েছে,সুপারি গাছ লাগানো হয়েছে ৩শতাধিক। আমাদের বন্ধু ও গ্রামবাসী এই কাজে সহযোগিতা করেন।


গ্রামের প্রবীণ ব্যক্তি এসএম শামীম বলেন,গ্রামের তরুণদের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। তাদের এই উদ্যোগের কারণে গ্রামের অনেক সমস্যার সমাধান হয়েছে। তাদের এসব উদ্যোগকে স্বাগত জানাই।
চান্দপুর মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো.জসিম উদ্দিন বলেন, আমরা কাজের কারণে গ্রামের বাইরে থাকি। এই তরুণরা আমাদের একত্র করেছে। এখন সুখে দুখে গ্রামের মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি। একসময় নড়ীর পাড়ের সড়ক অন্ধকার থাকতো। তারা সেখানে সড়কবাতি লাগিয়েছেন। আমরা তাদের বিভিন্ন উদ্যোগের সাথে থেকে সহযোগিতা করছি।
চান্দপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, এসব উদ্যোগ তরুণদের। তাদের সাথে থেকে সহযোগিতার চেষ্টা করছি। আগামীতে গ্রামে সিসি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়ার চেষ্টা করবো।
গ্রামের গঙ্গামণ্ডল মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ আমীর হোসেন বলেন, তরুণদের আলোয় গ্রাম আলোকিত হচ্ছে। বিভিন্ন দাতা ও সরকারি সংস্থা তাদের পাশে দাঁড়ালে উন্নয়ন কাজ আরো গতি পাবে। তাদের মতো অন্য গ্রামের তরুণারাও উদ্যোগী হলে আমাদের সমাজ অনেক বদলে যাবে।

আরো পড়ুন