জেনু ভাইকে খোলা চিঠি

চিঠি বেশিরভাগ ক্ষেত্রেই হয় ব্যক্তিগত। কিন্তু আজ আমি আপনাকে একটি খোলা চিঠি লিখতে যাচ্ছি পত্রিকার পাতায়। আজকের চিঠিটিও কুমিল্লার ক্রীড়া পাগল মানুষদের সামষ্টিক ভাবনার প্রকাশ একজন ব্যক্তির কাছে। সে অর্থে এটিও ব্যক্তিগত চিঠি। আপনাকে আমরা আমাদের আলোকিত বাতিঘর হিসেবে জানি এবং মানি। কারো কারো ক্ষুদ্রতা থাকতে পারে যা এক্ষেত্রে আমরা বিবেচনায় নিচ্ছি না।
প্রিয় শহর কুমিল্লায় সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াংগনের অনেক কাজের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে দীর্ঘদিন সেবা/ পরামর্শ/ অনুপ্রেরণা দিয়ে আমাদেরকে ঋণী করেছেন। আমরা উপকৃত হয়েছি, যদিও কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে অনেক সময় আমাদের কার্পণ্য ছিল। আমরা উদার হতে পারিনি। ‘আমিত্ব’-কে গুরুত্ব দিতে গিয়ে ‘আমাদের’ বিবেচনাকে সামনে আনতে ব্যর্থ হয়েছি। কিন্তু এক্ষেত্রে আপনি ছিলেন বরাবরই ব্যতিক্রম। আপনি থেমে থাকেননি- ভালো যা তা বলে গেছেন, করে গেছেন নিয়মিত দেশ ও দশের কথা ভেবে।
সম্প্রতি কুমিল্লার ক্রীড়াংগন সংশ্লিষ্ট একটি খুবই গুরুত্বপূর্ণ কমিটিতে আপনাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জেনে আমরা আশান্বিত হয়েছি। দেরীতে হলেও কারো কারো শুভবুদ্ধির জয় হয়েছে।
আমরা আশায় বুক বাধঁতে শুরু করেছি। আগামীতে কুমিল্লা হবে খেলাধুলার শহর। আমাদের মাঠগুলো সারাবছর খেলাধুলায় ব্যস্ত থাকবে। জানি একা একজনের পক্ষে ‘সবকিছু’ করা সম্ভব নয়। তবে সেই একজন যদি হন ‘জেনু ভাই’ তখন ‘সবকিছু’ না হোক ‘অনেককিছু’ করা সম্ভব। এটাই আমাদের আত্মবিশ্বাসী করছে।
সবাইকে নিয়ে, সবার দ্বারা, সবার জন্য ভালো করার যে ইচ্ছে এবং উদ্যম আপনার মাঝে আছে সেটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দিনশেষে কুমিল্লার ক্রীড়াংগনের জন্য ভালো কিছু উপহার পাওয়া যাবে – এ বিশ্বাস আমাদের আছে।
আপনার জন্য ও আপনার মাধ্যমে কমিটির সবার জন্য শুভকামনা রইলো।
ইতি
রফিকুল ইসলাম সোহেল।
সাবেক ক্রিকেটার।

inside post
আরো পড়ুন