দেবিদ্বারে আনারসের প্রচারণায় নারীরা

প্রতিনিধি
দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুনুর রশিদের (আনারস প্রতীক জন্য) ভোটারদের কাছে ছুটছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের সহধর্মিণী সাদিয়া সাবা। দেবিদ্বার পৌর এলাকায় দোকান মালিক, কর্মচারী ও সাধারণ ভোটারদের নিকট আনারস প্রতীকের প্রার্থী দেবর মামুনুর রশিদের জন্য ভোট চান তিনি। দেবিদ্বারকে আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে অনুরোধ করেন।
এ সময় সাদিয়া সাবার সাথে গণসংযোগে অংশ নেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সামছুন্নাহার, রাজামেহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেখা আক্তার, রাজামেহার ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছমিন আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী আখি নূর, সুমাইয়া আক্তার, পারভীন আক্তার, তানিয়া আক্তার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয় হানিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন খান সবুজ, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রাকিব, রাসেল আহমেদ সরকার, নাজমুল হাসান সরকার, কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সজল মিয়া, সাইফুল ইসলাম ও মোঃ নাঈম হাসান প্রমুখ।