‘দেশকে বাঁচাতে কৃষি উদ্যোক্তা তৈরির বিকল্প নেই’

প্রতিনিধি।।
‘দেশের অর্থনীতিতে দিন দিন কৃষির গুরুত্ব বাড়ছে। বাংলাদেশে কৃষিতে কর্মসংস্থান এখনো সর্বোচ্চ। দেশ যত আধুনিক হচ্ছে কৃষিও আধুনিক হচ্ছে। বিশ্বের সব প্রান্তে কৃষির গুরুত্ব রয়েছে। সুতরাং ভালোভাবে বাঁচতে হলে কৃষিতে নজর দিতে হবে। বেশি বেশি কৃষি উদ্যোক্তা তৈরি হলে দেশ বাঁচবে, কর্মসংস্থান বাড়বে, অর্থনীতি গতিশীল হবে।’

রোববার (১৪ জানুয়ারি) কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ পরমানন্দ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনার প্রশিক্ষক ইরফানুল হাসান, পরিসংখ্যানের প্রশিক্ষক সাখাওয়াত হোসেন, বাংলার প্রশিক্ষক ফারাহ্ নাজ ইসলাম, কৃষি শিক্ষার শাহ আলম, জীববিজ্ঞানের মফিজুল ইসলাম, আবুল কাশেম, কানিজ ফাতিমা, উম্মে সালমা ও শিমুল ভৌমিক, লাইব্রেরিয়ান সোলায়মান হোসেন প্রমুখ।