ধর্ষণ-গণধর্ষণের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সারাদেশে চলমান ধর্ষণ ও গণধর্ষণের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী। বুধবার (৭অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজ এই মানবন্ধনের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্ষণ ঘটনার প্রতিবাদ জানায়।
শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাংবাদিক উজ্জল চক্রবর্তী, শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। বক্তরা বলেন, সারাদেশে চলমান ধর্ষণ ও গণধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদা চৌধুরী, সাফায়েত জামিল, আরিফুর শিহাব, কাজী খালিদ, সিফাত, শতাব্দী, আরাফা, ঐশীসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।