প্রতিষ্ঠার ২১ বছরেও হয়নি দেবিদ্বার পৌরসভা নির্বাচন
নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার পৌর সভার নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পৌরবাসী। বুধবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেটস্থ স্বাধীনতা চত্বরের সামনে ‘দেবিদ্বার পৌরসভার সর্বস্তরের জনগণ’র ব্যানারে ওই মানববন্ধন করা হয়। পৌর আ.লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যানের সভাপতিত্বে মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাউছার হায়দার, সাংবাদিক শফিউল আলম রাজীব, শাহ আমানত, মো. সুক্কুর আলম প্রমুখ। বক্তারা বলেন, ২০০২ সালে ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভা গঠিত হয়। ইতিমধ্যেই পৌরসভাটি ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়েছে। পৌরসভা গঠনের ২১ বছর পেরিয়ে গেলেও পৌর সংশ্লিষ্ট কতিপয় সুবিধা ভোগী ব্যাক্তি ও পৌর কর্মকর্তাদের অপতৎপরতায় এবং নানা জটিলতায় পৌর নির্বাচন আটকে রাখা হয়েছে। এতে পৌরবাসী পাচ্ছেনা কাংখিত নাগরিক সেবা, ব্যহত হচ্ছে উন্নয়ন, বাড়ছে দুর্নীতি। এ অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে দেবিদ্বারবাসী। বক্তারা আরও বলেন, অবিলম্বে পৌর নির্বাচন না দিলে, নির্বাচনের দাবিতে বৃহত্তর আন্দোল গড়ে তোলা হবে।