প্রয়াত ডেপুটি স্পিকার আলী আশরাফের ম্যুরাল ভেঙ্গে ফেলার অভিযোগ
প্রতিনিধি।।
কুমিল্লার চান্দিনার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে তৈরি করা প্রয়াত ডেপুটি স্পিকার ও এমপি অধ্যাপক আলী আশরাফের ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়েছে। রোববার বিদ্যালয়ে ক্লাস শুরু হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনা তদন্তে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফ দোল্লাই নবাবপুর বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রায় দুই বছর আগে ওই বিদ্যালয়ের দেয়ালে সাংসদের ছবি দিয়ে ওই ম্যুরালটি তৈরি করা হয়। গত ২৭ এপ্রিল রাতে দুর্বৃত্তরা ম্যুরালটি ভেঙ্গে ফেলে।
স্কুল সভাপতি নাজনীন আক্তার বলেছেন, প্রয়াত আলী আশরাফ আমাদের দলীয় এমপি ছিলেন, তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। একই স্থানে নতুন করে ম্যুরাল পুন:স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশন আরা বলেন, রোববার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় ম্যুরাল ভেঙ্গে ফেলায় জড়িতদের চিহিৃত করতে ম্যানেজিং কমিটির সদস্য মিজানুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সময় ঝড়-বৃষ্টি ছিল। বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ফুটেজে ম্যুরাল ভাঙ্গার দৃশ্য রেকর্ড হয়নি, তাই দৃর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু বলেন, আমার বাবা চান্দিনা আসনের ৫ বারের এমপি ছিলেন। তাই প্রতিটি গ্রামে তাঁর উন্নয়নের স্মৃতিচিহ্ন রয়েছে। তা ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে তাঁর স্মৃতি চিহৃ মুছে ফেলা সম্ভব নয়।