‘বইকে সেলফে বন্দি না করে মুক্তি দিন’
প্রতিনিধি।।
একটি বই একবার পড়ার পর দ্বিতীয়বার সেই বই পড়তে কারোই ইচ্ছে করে না। তখন আমরা বইটি বুক সেলফে রেখে দেই। তবে কেমন হয় যদি বইটি বুক সেলফে না রেখে একে অপরের কাছে বিনিময় করি। তেমনি এক উদ্যোগ নিয়েছে সাহিত্য সংগঠন ‘সমতট পড়ুয়া’। বইকে সেলফে বন্দি না করে মুক্তি দিন এই শ্লোগানে রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ‘সমতট পড়ুয়া’র অর্ধযুগ পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বই বিনিময় প্রহর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁঞা।
এসময় তিনি বলেন, বই পড়া শুধু মানুষের সাংস্কৃতিক বিকাশ নয় আমাদের মননশীলতাকে পরিবর্তন করে দেয়। বই পড়া মানে একটি চরিত্রের সাথে কথা বলা। এই কথা বলার মাধ্যমে আমাদের ভিতরে যে কালো কালিমাগুলো রয়েছে তা পরিষ্কার হয়ে আমাদের আলোর পথে নিয়ে আসে। এজন্য আমাদের বই পড়ার বিকল্প নেই।
এসময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবদুল মজিদ, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ও সমতট পড়ুয়ার উপদেষ্টা মহিবুবুল হক ছোটন, সভাপতি সুপ্রিয়া রায়, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সুপ্তি রাণী সাহা, অনুষ্ঠানের আহবায়ক শিমুল চৌধুরী ও অনুষ্ঠান সম্পাদক মহিউদ্দিন নাবিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।