ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ


এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
 ব্রাহ্মণবাড়িয়ায় সংসদ সদস্যের পক্ষে শাররীরিক ও মানসিক প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কম্বল। তাছাড়াও পর্যায়ক্রমে আরো প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য দেয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা।
 
 
 রোববার (৩ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। কম্বল বিতরণকালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ উপস্থিত ছিলেন।
 
 
 প্রধান অতিথি ফাহিমা খাতুন বলেন, শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দেশের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার নানমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকারের এই অনুপ্রেরণা থেকেই সংসদ সদস্য তার নিজ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ শতাধিক প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। এছাড়া  পর্যায়ক্রমে আরো প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান  করা হয়।
  									 
			