মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ
‘ই-লিগ্যাল ফাইল আমি ড্রয়ারে ভরে রাখছি, এটাই আমার অপরাধ।’
প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক উপজেলা চেয়ারম্যান প্রার্থী তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৭ মে) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থী জাকির হোসেন।
জাকির হোসেন বলেন, আমার নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ হবে কিনা? আমার এজেন্টরা কেন্দ্রে যেতে পারবে কিনা? সবার কাছে এই প্রশ্ন। তারা আমার সাথে নাই কারণ আমি হারাম খাইনা। আমি হারাম খাইতে দেইনা। লিগ্যাল ফাইল আসলে সাইন করেছি। ই-লিগ্যাল ফাইল আমি ড্রয়ারে ভরে রাখছি। এটাই আমার অপরাধ।
এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক পরিচয় দেয়া কামাল হোসেনকে এসবের নেপথ্যে আছে বলে অভিযোগ করে এই প্রার্থী বলেন, ইংরেজিতে বলেন- ‘কামাল সাহেব আমার লোকজনকে বাড়িতে নিয়ে গিয়ে শাস্তি দেন। আর বলেন, আপনারা আব্দুল মান্নান চৌধুরীকে সমর্থন করুন। জাকির হোসেনের কাছে যেতে পারবেন না। ’
এসময় তিনি ৮০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫২ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে বলেন, ভোট সুষ্ঠু হলে আমি ৮০ কেন্দ্রেই জিতবো।
এবিষয়ে বক্তব্য নেয়ার জন্য কামাল হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, প্রথম ধাপে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, মেঘনা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন, দোয়াত-কলম প্রতীক নিয়ে মোসা. আফরোজা কুসুম, আনারস প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন এবং ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুল মান্নান চৌধুরী।