মৎস্যচাষি উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা
দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অনুষ্ঠিত হলো দাউদকান্দি, তিতাস, চান্দিনা ও মুরাদনগর চার উপজেলার টেকসই মৎস্যচাষ কেন্দ্রিক উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা। বৃহস্প্রতিবার উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স (সিসিডিএ)’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলার চার উপজেলার ১০ টি শাখার প্রায় দুই হাজার ৫০ জন প্লাবনভূমি ও পুকুরভিত্তিক মৎস্যচাষি ও উদ্যোক্তা এই প্রকল্পের সুবিধাভোগী হবেন।
সিসিডিএ’র উপনির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি পরিবেশ সংগঠক মতিন সৈকত, দাউদকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী। বক্তব্য রাখেন সিসিডিএ’র এরিডা অফিসার আব্দুল জলিল, সিসিডি সমৃদ্ধি প্রকল্পের সমন্বকারী মোঃ হাসান আলী, আদমপুর- ২ শাখার ব্যবস্থাপক সাহিদা আক্তার, এসইইএম প্রকল্পের সমন্বয়কারী মোঃ শাহজাহান, সিসিডিএ পেইস প্রকল্প সমন্বয়কারী আবু মুসা প্রমুখ।