যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় কাউন্সিলর মনি

মাহফুজ নান্টু।

inside post

সকাল সাড়ে ৯ টা। জরুরী কাজে যাচ্ছিলেন নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি। পথে বাদুড়তলা এলাকায় যানজটে আটকা পড়েন। যানজটের অবস্থা দেখে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবর্তীণ হন। হাতে লাঠি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, ব্যাটারী চালিত অটোরিকশাগুলোকে শৃংখলায় ফেরান।

কুড়ি মিনিটের মধ্যে যানজটমুক্ত হয়ে যায় বাদুড়তলা এলাকা। হাফ ছেড়ে বাঁচেন যানজটে আটকে থাকা বিভিন্ন পেশা শ্রেনীর মানুষজন। নগরীর বাদুড়তলা ঝাউতলা এলাকায় যানজট নিত্য দিনের সমস্যা। বিষয়টি নিয়ে কাউন্সিলর মনজুর কাদের মনি বলেন, আসলে যানজট নিরসন কারো একার পক্ষে সম্ভব না। ঝাউতলা, বাদুড়তলা এগুলো আমার এরিয়া। আমি প্রতিদিনই চেষ্টা করি নগরীর পুলিশ লাইন থেকে কান্দিরপাড় পর্যন্ত সড়কটি যেন যানজটমুক্ত থাকে। আসলে নগরীর সড়কগুলো যানজটমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি নগরীতে স্থায়ীভাবে যানজটমুক্ত রাখতে সবার স্বদিচ্ছার বিকল্প নেই।

আরো পড়ুন