যে জাতি দেশকে ভালোবাসেনা, সে জাতি উন্নতি করতে পারেনা -এলজিআরডি মন্ত্রী

আমজাদ হাফিজ, লাকসাম ॥
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘যে জাতি দেশকে ভালোবাসেনা, সে জাতি উন্নতি করতে পারে না। শিক্ষার উন্নয়নে, দেশের উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এজন্য ছাত্র-শিক্ষক, প্রশাসনের লোকজন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। দেশের ও মানুষের কল্যাণের জন্য শিক্ষার্থীদেরকে বেশি বেশি জ্ঞান আহরণ করতে হবে। সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

শনিবার দিনব্যাপী কুমিল্লার লাকসামে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী। ওইদিন লাকসাম জংশন বাজারের আরসিসি রোড, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবন ও লাকসাম পৌরসভার নবনির্মিত কনফারেন্স হল উদ্বোধন এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের নির্মাণাধীন দু’টি বহুতল ভবন ও কলেজ সংলগ্নে ডাকাতিয়া নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন মন্ত্রী।

এসময় এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুয়া ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শি সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, ইমাম হোসেন, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা আকতার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।