লইসকা বিলে নৌডুবিতে নিহতদের স্মরণসহ ৬দফা দাবীতে মানববন্ধন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বিষাদময় ২৭ আগস্ট, ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে মর্মান্তিক নৌকাডুবির এক বছর। বিগত ২০২১ সালের এই দিনে জেলার বিজয়নগর উপজেলার লইসকা বিলে (জেলা শহরের অনতিদূরে) ভয়াবহ ওই নৌকাডুবিতে মহিলা-শিশুসহ ২৩ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। দিনটি উপলক্ষে নিহতদের স্মরণে এবং নৌ দুর্ঘটনা প্রতিরোধে ৬ দফা দাবী আদায়ে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজার নৌঘাট এলাকায় নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষার সামাজিক সংগঠন ‘নোঙর’র আয়োজন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোঙর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালেদা মুন্নিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ২০২১ সালের ২৭ আগস্ট লইস্কার বিলে নিহতদের স্মৃতিচারণ করেন। এবং এ ধরণের দুর্ঘটনা পূনরাবৃত্তি রোধে নৌ যাত্রী ও চালকদের আরো সচেতন হবার আহ্বান জানান। বক্তারা এ সময় নৌযান নিবন্ধন, নৌ চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স’র আওতায় আনয়ন, নৌযানে যাত্রী পরিবহনের সংখ্যা নির্ধারণ, অতিরিক্ত যাত্রীবহন রোধে কর্তৃপক্ষের নজরধারি বাড়ানোসহ নৌযান চালক ও চালকদের লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার আহ্বান জানান।