শচীনের বাড়ি থেকে খামার সরিয়ে কালচারাল কমপ্লেক্স গঠনের দাবি

প্রতিনিধি।।
কুমিল্লাায় পালিত হয়েছে উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মণের ১১৭ তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে রোববার নগরীর চর্থায় শিল্পীর জন্মস্থান ও পৈত্রিক নিবাসে স্থাপিত শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। পরে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, বাংলা সাংস্কৃতিক বলয়, ঐতিহ্য কুমিল্লাসহ বিভিন্ন সাংস্কুতিক সামাজিক সংগঠন শিল্পীর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় শচীন দেববর্মণের পৈত্রিক বাড়ির একটি বড় অংশ জুড়ে স্থাপিত সরকারি হাসমুরগির খামারটি সরিয়ে সম্পূর্ণ বাড়িটি জেলা প্রশাসনের আওতায় এনে এতে একটি সংগ্রহশালাসহ পূর্ণাঙ্গ কালচারাল কমপ্লেক্স গঠনের দাবি জানান গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, নাট্যকার শাহজাহান চৌধূরী, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল, নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুসহ অন্যান্যরা।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহম্মেদ বাবুল, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিনসহ অন্যরা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়–য়া জানান, আগামী ৩০ অক্টোবর শচীন দেববর্মণের প্রয়াণ দিবসটি প্রতিবারের মতো বড় আয়োজনে পালন করা হবে। তিনি বলেন, পাশের সরকারি হাসমুরগির খামারটি সরিয়ে শচীনের সম্পূর্ণ বাড়িটিতে একটি কালচারাল কমপ্লেক্স গঠনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।