শিলমুড়ির ৫৮ পরিবারের দুশ্চিন্তা দূর করলেন শফিউদ্দিন শামীম

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা।

কেউ প্যাডেলের রিকশা চালাতেন। কেউ মাটি কাটতেন। কেউ বেকারত্বের দুশ্চিন্তা মাথায় নিয়ে দিশেহারা। অনেকের ঘরে স্বপ্নপূরণের হাহাকার৷ কেউবা স্বপ্ন দেখতেও ভয় পান। এমন ৫৮ পরিবারের ভাগ্য এক নিমেষেই বদলে দিলেন এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের এমন সব পরিবারের পাশে হাত বাড়িয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই আওয়ামী লীগ নেতা স্থায়ীভাবে অসহায় মানুষের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শিলমুড়ি ইউনিয়নের নয়জন কর্মহীন অসহায় পুরুষকে একটি করে অটোরিকশা, ১০জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন, ১১জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, নয়জন সন্তান সম্ভবা দুস্থ নারীকে মাতৃত্বকালীন ভাতা, ১৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার, নয়টি মসজিদ ও একটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিলমুড়ি উত্তর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এ সহযোগিতা করেন তিনি৷

অটোরিকশা ও সেলাই মেশিন এবং চিকিৎসা সহায়তা ও মাতৃত্তকালীন ভাতা নিতে আসা মানুষের মুখে ছিল তৃপ্তি ও প্রাপ্তির এক অন্যরকম প্রতিচ্ছবি। সমাবেশে আগত জনৈক প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, শামীম সাহেব বিনয়ী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি প্রবীণ নেতাদের সম্মাননা ও উপহার দেয়ার যে উদ্যোগ নিয়েছেন এবং আমাদেরকে মূল্যায়ন করেছেন, এর চাইতে আর বড় স্বীকৃতি আর কিছু হতে পারে না, আমার দলের কাছে আর কিছু চাওয়ার নেই।

প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এনে দিয়েছেন। তিনি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন রোল মডেল ও সারাবিশ্বের বিস্ময়। অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তিনি বলেন স্বাভাবিক ভাবে ৪৫ বছর সময়কালে দেশের অবকাঠামো এবং আর্থসামাজিক খাতে যে উন্নয়ন হতো, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে তা আমরা ১৫ বছরে করতে সক্ষম হয়েছি। রূপপুর দুই হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্ব পরমাণু ক্লাবের ৩২ তম সদস্য রাস্ট্রের তালিকায় স্থান করে নিয়েছে আজ বাংলাদেশ। আমরা বিদ্যুতে সয়ংসম্পুর্নতা আর্জন করেছি, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমাদের গড় আয়ূ বেড়ে হয়েছে ৭২ বছর। এটার মাধ্যমে আমরা বলতে পারি খাদ্য এবং চিকিৎসায় উন্নয়ন হয়েছে বলেই আমাদের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। আমাদের শিক্ষার হার বেড়েছে। তাই আসুন সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও তার দলকে জয়যুক্ত করে আবারও নির্বাচিত করি।

উল্লেখ্য, শফিউদ্দিন শামীম দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত ভাবে এবং তাঁর প্রতিষ্ঠিত এস কিউ ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ তথা বরুড়ায় খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আবাসন সহ বহুমুখী সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বহুমাত্রিক উন্নয়ন কর্মকাণ্ড, সাফল্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমুহ প্রান্তিক জনসাধারণের মাঝে প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরছেন।

অনুষ্ঠানে শিলমুড়ি উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শিলমুড়ি (দ:) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক ভুঁইয়া, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আবদুল মান্নান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান বাবুল, শিলমুড়ি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ এর উপদেষ্টা আব্দুল কুদ্দুস, শিলমুড়ি উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি হাজী মোহাম্মদ সেলিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি মজিবুর রহমান, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।