শিশু-কিশোরদের রংতুলিতে জুলাই বিপ্লব

inside post

সাংবাদিক নওশাদ কবিরের মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিবেদক।।

কুমিল্লার প্রয়াত সাংবাদিক নওশাদ কবিরের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক গোমেতি সংবাদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্তমঞ্চে এ আয়োজনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। এতে বিভিন্ন স্থাপনা, ফুল, ফল ও মাছসহ নানা দৃশ্য অঙ্কন করেন তারা। বিশেষ করে রংতুলিতে জুলাই বিপ্লব নিয়ে তাদের চমৎকার উপস্থাপনা সবার নজর কাড়ে। প্রতিযোগিতায় চারটি ক্যাটিাগরিতে মোট ২৪ জনকে পুরস্কার তুলে দেন অতিথিরা। গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গোমতী হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা সিটির মেয়র প্রার্থী সাবেক ছাত্র নেতা নিজাম উদ্দিন কায়সার,  কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের পরিচালক আল আমিন।

আরো পড়ুন