‘সমাজসেবার মাধ্যমে জীবনকে অর্থবহ করতে পারি’

উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

inside post

স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
সংগঠনের ফাউন্ডার ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সাইদুর তাইফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আইসিটি এক্সপার্টের লেখক ইকবাল আহমেদ, স্মার্ট টক একাডেমি প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ তারেক, এপেক্স ক্লাব অব কুমিল্লা মেট্রোপলিটনের সহ সভাপতি হানিফ মোচ্ছাবীর।
প্রধান অতিথি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, সমাজ হলো আমাদের জীবনের অপরিহার্য অংশ। সমাজের উন্নয়ন ছাড়া ব্যক্তি কিংবা জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক সংগঠনটি যেভাবে বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের কল্যাণে কাজ করা মানে মানবতার সেবা করা। সবাই মিলে যদি একটু একটু করে কাজ করি, তবে সমাজের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সম্ভব হবে। সমাজসেবার মাধ্যমে একদিকে আমরা মানুষের উপকার করতে পারি, অন্যদিকে নিজের জীবনকে ও অর্থবহ করে তুলতে পারি।
সংগঠনের ফাউন্ডার ইয়াছিন আরাফাত বলেন, আমাদের সংগঠনের সবাই শিক্ষার্থী, আমাদের স্বপ্ন এই সংগঠনের মাধ্যমে মানবতা কাজের পাশাপাশি আগামী সুন্দর বাংলাদেশ গঠনে সহায়তা করা। উদ্যমীর সদস্যদের লক্ষ্য বিপদগ্রস্থ মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ইমরুল ইসলাম অভি, জাহিদ হাসান তনিম, প্রতিষ্ঠাকালীন সদস্য ইরফান খান জারিফ, জোনায়েদ হাজারী, মোহাম্মদ আসিম, মোঃ নাসিফ উদ্দিন, মোসা: সামছুন মাশরিকা, নাফিসা আঞ্জুম, চৌদ্দগ্রাম ব্রাঞ্চের কো অর্ডিনেটর তানভীর চৌধুরী, সিফাত মজুমদার, আবিদা হক তাসপী, হাফসা সাবা প্রমূখ।
অনুষ্ঠান অতিথি ও সংগঠনের সেরা পাঁচ সদস্যকে গাছ উপহার দেওয়া হয়। সব শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সমাপ্ত হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন