‘সমাজের অন্ধকার দূরের সংগ্রামে নেমেছিলেন মোহাম্মদ ফজলে রাব্বী’
প্রতিনিধি।।
দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার কবর জিয়ারত,দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখার মসজিদে দোয়া ও সন্ধ্যায় নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, আলোকিত মানুষ ছাড়া সমাজের অন্ধকার দূর করা যায় না। মোহাম্মদ ফজলে রাব্বী ছিলেন আলোকিত মানুষ। এই অঞ্চলে ৭০ বছর আগে সংবাদপত্র প্রকাশের মাধ্যমে সমাজের অন্ধকার দূরের সংগ্রামে নেমেছিলেন তিনি। মোহাম্মদ ফজলে রাব্বী শুধু কুমিল্লার নন, সারা দেশের আঞ্চলিক সাংবাদিকতার বাতিঘর ছিলেন।
তিনি নির্লোভ মানুষ ছিলেন। সাংবাদিকতার মত মহান পেশাটিকে কখনও কলঙ্কিত করেননি। সংকীর্ণতাকে মনে স্থান দেননি। নতুনদের আপন মনে গ্রহণ করেছেন, এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজলে রাব্বী সংসদের সভাপতি খায়রুল আহসান মানিক।
অতিথি ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড,তোফায়েল আহমেদ,কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন,মোহাম্মদ ফজলে রাব্বীর বড় মেয়ে আকিলা রাব্বী,মেঝ মেয়ে ফাহমিদা রাব্বী, ছোট মেয়ে তারিকা রাব্বী,ছড়াকার জহিরুল হক দুলাল,কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। ধন্যবাদ জানান সংসদের সাবেক সভাপতি বদরুল হুদা জেনু। সঞ্চালনা করেন শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ এম.আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, কুমিল্লার সাপ্তাহিক আমোদ ১৯৫৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী ১৯৯৪সালের ২৮ নভেম্বর মারা যান। মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০২সালে জেলার সুধীজনরা মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ প্রতিষ্ঠা করেন।