সাক্কুর উঠান বৈঠকে হামলা ভাংচুরের অভিযোগ

প্রতিনিধি।
কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল ও বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চেয়ার টেবিল ভাংচুর করা হয়। কাটাবিলের ঘটনায় অন্তত: ৫জন আহত হয়েছেন।


মনিরুল হক সাক্কু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কাটাবিল ও বালুধুম এলাকায় উঠান বৈঠকের আয়োজন করি। বৈঠকের আগে চেয়ার টেবিল সাজানোর কাজ চলছিলো। এ সময় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিল ও যুবলীগ নেতা রোকন উদ্দীনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল এসে চেয়ার টেবিল ভাংচুর করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ভাংচুরের মৌখিক অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।