সোমবার পবিত্র ঈদ-উল আযহা

 

কুমিল্লা নগরীতে জামাত সকাল ৮ টায়
অফিস রিপোর্টার।।
সোমবার পবিত্র ঈদ-উল আযহা। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ শেষে পশু কোরবানি করবেন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদ-উল আযহার জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া বৈরী থাকলে ঈদগাহের পাশের জিমনেসিয়ামে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে ইমামতি করবেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী। ঈদের দিন কোরবানির বর্জ্য নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থায়ী ও আউটসোর্সিং মিলে ৪শ’ শ্রমিক কাজ করবেন। ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য সরিয়ে নেওয়ার জন্য ৩৮টি গাড়ি থাকবে। অন্যদিকে কাউন্সিলরদের মাধ্যমে ২৪ হাজার ব্যাগ বিতরণ করা হবে। যেন নগরবাসী তাদের কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে পারেন।
৯ জুন জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ উল আযহার সার্বিক প্রস্তুতি ও করণীয় সম্পর্কিত বিষয়ক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, স্থানীয় সরকার উপপরিচালক স্থানীয় সরকার এস. এম. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, ব্যবসায়ী নেতা শাহ মোহাম্মদ আলমগীর খান, প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি ও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।