হাবিবুন-নবী সোহেল ও ড. মারুফসহ বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার দাবি

প্রতিনিধি।।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন- নবী খান সোহেল এবং নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ নেতৃবৃন্দের উপর হামলা ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার দাউদকান্দি পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা সদরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন,পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন নাঈম সরকার, সিনিয়র সহ সভাপতি মোস্তাক সরকার, সালাহউদ্দিন কাউন্সিলর ও বাবুল মোল্লা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন হিরণ,সাংগঠনিক সম্পাদক কাওছার আলম সরকার ও খন্দকার বিল্লাল হোসেন সুমন কাউন্সিলর,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত শনিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩৫জন নেতাকর্মী আহত হয়েছেন। পরদিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন- নবী খান সোহেল এবং ড.মোশারফের ছেলে নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মামলা করা হয়েছে।

inside post
আরো পড়ুন