৪০বছর পর বাবার চেয়ারে কুমিল্লার প্রথম নারী মেয়র সূচনা

 

inside post

প্রতিনিধি।
৪০বছর পর বাবার চেয়ারে বসলেন কুমিল্লার প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। ১৯৮৪সালে তার বাবা কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহার কুমিল্লা পৌরসভার চেয়ারম্যানের চেয়ারে বসেন। সোমবার নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন৷ এসময় তিনি বলেন, ‘আমার জীবনের বড় দায়িত্বের একটি সূচনা হলো আজ৷ নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করবো৷ প্রথম গুরুত্বে থাকবে নগরীর যানজট নিরসন করা৷ দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যা গুলো সমাধান করা হবে।’


এসময় তিনি আরো বলেন, ‘মেয়র নয়, আমি এই নগরীর কন্যা। এই নগরীতে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগরের জন্য কাজ করবো।’
এর আগে নগর ভবনে প্রবেশ মুহূর্তে ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তা-কর্মচারীরা৷ এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদী, প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩য় মেয়াদে ২০২২ সালে ১৫ জুন মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। এক বছরের মধ্যে মারা যান তিনি। এতে সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয়ে পড়ে। তার পরিপ্রেক্ষিতে গত ০৯ মার্চ অনুষ্ঠিত হয় উপ নির্বাচন। নির্বাচনে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের মেয়ে ডা. সূচনা মেয়র পদে বিজয়ী হন। আ ক ম বাহার উদ্দিন বাহার কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন টানা দুইবার।

আরো পড়ুন