কুমিল্লায় প্রমিত বাংলা উচ্চারণ ও নান্দনিক উপস্থাপনার কলা কৌশল বিষয়ক কর্মশালা 

স্টাফ রিপোর্টার।।

inside post

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার কুমিল্লার শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রমিত বাংলা উচ্চারণ ও নান্দনিক উপস্থাপনার কলা কৌশল বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল খুলদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ মহোদয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত কুমিল্লা বেতারের উপস্থাপক মাহতাব সোহেল কর্মশালর প্রধান অতিথি শুভাশিস ঘোষ কর্মশালার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে অনুশীলনের আহ্বান জানান। কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। অনুষ্ঠানে সমন্বয়ক ছিলেন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ মামুন ।

আরো পড়ুন